চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ বলেছেন, আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে বিভাজনের রাজনীতি। তারা সংখ্যালঘু বা সংখ্যাগুরু বিভাজনের মাধ্যমে সব সময় দেশকে অস্থিতিশীল করে রাখার চেষ্টা করেছে। হিন্দুদের সবচেয়ে বেশি ক্ষতি করেছে আওয়ামী লীগ।
তিনি বলেন, তারা বিতর্কিত আইনের মাধ্যমে হিন্দুদের সম্পত্তি দখল করেছে। হিন্দুদের বেশিরভাগ সম্পত্তি এখনো আওয়ামী লীগ নেতাদের মধ্যে পাওয়া যাবে। আওয়ামী লীগ হিন্দুদের নিয়ে রাজনীতি করেছে আবার তাদের সম্পত্তিও খেয়েছে।
তিনি আরও বলেন, হিন্দু সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই উৎসব উপলক্ষে আমরা মহানগর বিএনপির পক্ষ থেকে আপনাদের জন্য সামান্য কিছু উপহার দিচ্ছি। আমরা মনে করি, আমরা সবাই এক সৃষ্টিকর্তার সৃষ্টি। আমাদের মূল বৈশিষ্ট্য হচ্ছে মানবতা। আমাদের শরীরে যে রক্ত প্রবাহিত হচ্ছে আপনাদের শরীরেও সে রক্ত। তাই ধর্ম নিয়ে বিভেদ সৃষ্টি করা উচিত নয়। কিন্তু
রোববার (৬ অক্টোবর) বিকেলে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের মাঠে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়ের মাঝে বস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন।